Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাপ্তাইয়ে আনারস চাষের শুভসূচনা
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাই কর্তৃক ০৯ জুলাই ২০২৩ তারিখে উপজেলায় ৫ জন কৃষককে ২২৫০টি করে মোট ১১২৫০টি এমডি-২ সুপারসুইট নামক উন্নত জাতের আনারস চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে কাপ্তাইয়ে আনারস চাষের যাত্রা শুরু হলো। উপজেলা পরিষদ কাপ্তাই কিন্নরি হলরুমে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমন দে, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ইমরান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজান হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক-কৃষাণীসহ আনারস চাষে আগ্রহী অন্যান্য কৃষকগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


আনারস চারা বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বক্তব্য রাখেন।


 উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ইমরান আহমেদ জানান, "রাঙ্গামাটি আনারসের জন্য বিখ্যাত হলেও কাপ্তাই উপজেলায় আনারসের চাষাবাদ এ যাবতকালে হয়নি। উন্নতজাতের এই চারা বিতরণের মাধ্যেমে কাপ্তাইয়ে আনারস চাষাবাদের শুভসূচনা হলো। বিভিন্ন ভিটামিন-মিনারেলস ও পুষ্টি উপাদানে সমৃদ্ধ এমডি-২ সুপারসুইট জাতের এই আনারস খেতে অত্যন্ত সুস্বাদু, চামড়ার কোষের চোখ ভাসা ভাসা থাকায় ভক্ষণযোগ্য ফলের অংশ বেশি থাকে। উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা পেলে এই জাতের আনারসের ওজন  এক কেজিরও বেশি হতে পারে। অদূর ভবিষ্যতে কাপ্তাইয়ের পাহাড়ে সারি সারি আনারস বাগান এক নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।"  

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/07/2023
আর্কাইভ তারিখ
19/12/2023